"এই যে চাশমিশ নাম কি ?" পাশ থেকে বেশ ভারী একটা পুরুষালি কন্ঠ শুনে চমকে উঠলো মেয়েটি। পাশে বন্ধুর হাতটা বেশ শক্ত করে চেপে ধরলো। আজ কলেজে ওদের প্রথমদিন। স্কুলের গণ্ডি শেষ করে প্রথমবার গ্রীনফিল্ড কলেজে পা রেখেছে। কলকাতার নামী কলেজ গুলোর মধ্যে এটা একটা। নামকরা কলেজ আর র্যাগিং এর উৎপাত থাকবে না এটার মত অহেতুক কথা আর নেই। ওরা যে একদমই খোঁজ খবর নিয়ে আসেনি তা নয়। তবে প্রথমদিনেই কোনো ঝামেলায় জড়াতে চায়নি সেটা যদি আবার সিনিয়র হয় তবে তো একেবারেই নয়। ইতিমধ্যেই আবার শোনা গেলো "এই যে কানে যাচ্ছে না কথা !?"
LOVE UNLOCKED - 1
Love Unlocked :1Pritha :"এই যে চাশমিশ নাম কি ?" পাশ থেকে বেশ ভারী একটা পুরুষালি কন্ঠ শুনে চমকে উঠলো পাশে বন্ধুর হাতটা বেশ শক্ত করে চেপে ধরলো। আজ কলেজে ওদের প্রথমদিন। স্কুলের গণ্ডি শেষ করে প্রথমবার গ্রীনফিল্ড কলেজে পা রেখেছে। কলকাতার নামী কলেজ গুলোর মধ্যে এটা একটা। নামকরা কলেজ আর র্যাগিং এর উৎপাত থাকবে না এটার মত অহেতুক কথা আর নেই। ওরা যে একদমই খোঁজ খবর নিয়ে আসেনি তা নয়। তবে প্রথমদিনেই কোনো ঝামেলায় জড়াতে চায়নি সেটা যদি আবার সিনিয়র হয় তবে তো একেবারেই নয়।ইতিমধ্যেই আবার শোনা গেলো "এই যে কানে যাচ্ছে না কথা !?"এবার মেয়েটি ঘুরে তাকালো। আমতা ...Read More
LOVE UNLOCKED - 2
Love Unlocked :2Pritha :"কিরে তখন থেকে কি ভাবছিস বলতো ?" ক্লাস শেষের পর ক্যান্টিনে এসে অনেকক্ষণ চুপ করে বসে বিরক্ত হয়ে শেষে আরিয়ার উদ্দেশ্যে কথাটা বলেই ফেলল দিশা। কিন্তু ওপর পাশে বসা মেয়েটার কানে তার বলা কথাটা ঢুকলো কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ওর। সে নিজের ভাবনায় ব্যস্ত। কেবল মাঝে মধ্যে একবার ভ্রু কুঁচকে তাকাচ্ছে তারপর আবার নিজের মতো ভাবছে।দিশা আবার একটু ঠেলা মেরে জিজ্ঞেস করলো "শুনছিস ! কি এত ভাবছিস তুই ? ক্লাসগুলোও তো ঠিক ভাবে করলি না।""ভাবছি টাকাটার কথা বুঝলি !" একই ভাবে গালে হাত রেখে জবাব দিলো আরিয়া।"কোন টাকা?" কিছুক্ষণ ভাবার পর...."ও আচ্ছা যেটা মিসকাকে ...Read More
LOVE UNLOCKED - 3
Love Unlocked: 3Pritha :একটা ক্যাফের সামনে দাড়িয়ে আছে আরিয়া। মাথা তুলে আরেকবার নামটাও দেখে নিলো। বড় বড় করে বোর্ডে আছে "কফি হাব"। টেনশনে বারবার হাত কচলাচ্ছে। হাতদুটো পুরো ঘেমে গেছে। আগেরদিন কলেজ থেকে একটানা এখানে চলে এসেছিল। খবর পেয়েছিল এখানে কাজের জন্য লোক নেওয়া হচ্ছে। কিন্তু প্রায় সাড়ে চার ঘণ্টা বসিয়ে রাখার পর ওকে হতাশ করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত মালিকের কোনো দরকারি কাজ পরে গেছিল তাই তিনি আজ আসতে পারবেন না জানিয়েছেন। অগত্যা এরপরে তো আর কিছু বলা যায়না। আজ আবারও সবাইকে ডাকা হয়েছে, তাই ইচ্ছা না থাকলেও কলেজটা কামাই করতেই হলো। যতই হোক কাজটা এখন খুব ...Read More