Can Goddess Kali fulfill my wish? in Bengali Spiritual Stories by DR RAJESH CHOUDHURI books and stories PDF | জাগ্রত কালী ও মনোস্কামনা পূরন!

Featured Books
Categories
Share

জাগ্রত কালী ও মনোস্কামনা পূরন!

সক্কাল সক্কাল  বন্ধুবরের ফোন,-" এই চল, আজ উদয়পুর মাতা বাড়ীতে যাই। পূজো দেব।"

অবাক হলাম। ভূতের মুখে রামনাম!!

" হঠাৎ উদয়পুর মাতার বাড়ী??!! কি ব্যাপার?? শরীর মন সুস্থ তো?" 

-" ধূত্!!  ফাজলামো করিস না। সিরিয়াসলি বলছি,- চল ঘুরে আসি।"

- " ব্যাপারটা কি বল আগে। ধান্ধাটা কোন জায়গায়? মাকালীর প্রতি কোনরকম ভক্তি তো আগে তোর মধ্যে দেখিনি। হঠাৎ এত ভক্তির জোয়ার?"

" আরে, আজকে দীপাবলি না?!! এইদিন উদয়পুরের কালী মা খুব জাগ্রত থাকেন। সবাই যায়।"

 " ওঃ এদিন সেই মন্দিরের কালী মা ঘুমান না?  সেটাই তো স্বাভাবিক।  সারারাত মানুষের হইচই, আলোর রোশনাই, বাজির শব্দ। মা কালী এদিন তো জেগে থাকারই কথা।"

 " না,  না, - ব্যাপারটা তা নয়। জাগ্রত মানে,- এদিন মা সবার মনোস্কামনা পূরন করেন। মা'র কাছে কিছু চাইলে তিনি এদিন তাঁর ভক্তদের ফেরান না।" 

" বাঃ দারুন ব্যাপার তো। তুই তো সেই ছাত্রবেলা থেকেই ঐশ্বর্য রাঈ কে পাগলের মত পছন্দ করিস। আজকে মায়ের কাছে,- ঐশ্বর্য রাঈকে চেয়ে দেখতে পারিস। আমি না হয় অনিল আম্বানীর চেয়ে বড়লোক হওয়া যায় কিনা,- চেয়ে দেখব। না হয়,- নরেন্দ্র মোদীর চেয়ে একটু বেশী ক্ষমতাধর হউয়ার বরটাই চাইব। একটার বেশী বর চাইলে প্রবলেম নাই তো?!" 

" তুই ফাজলামি করিস কেন? সবাই তো বলে মা খুব জাগ্রত। অনেকের মনোস্কামনাই নাকি পূরন হয়েছে সেখানে গিয়ে।" 

একটু বিরক্ত হয়েই বললাম,-" দেখ বাবা, যদি বলিস মেলা দেখতে যাব, ফুর্তি করতে যাব,- তাহলে চল। মাকালীর কাছে প্রার্থনা করলে মনোস্কামনা পূরন হবে,- এমন আবোলতাবোল বাতেলা মারিস না"

" তুই কি বলতে চাস?? মা কালীর কাছে প্রার্থনা করলে মনের ইচ্ছা পূরন হয় না?"

" আলবৎ হয়। যেমনটা হয়,- একটা কাঠের চেয়ার বা স্টীলের আলমারির সামনে দাড়িয়ে প্রার্থনা করলে।  একশটা বর চাইলে চার-পাঁচটা বর এই কাঠের চেয়ার আর স্টীলের আলমারীও পূরন করে দিতে পারে। সেই হিসাবে এগুলিও জাগ্রত দেবতা।"

" তুই মাকালী কে নিয়ে মস্করা করছিস?? সাহস তো কম না?"

" না ভাই, মাকালী আমাদের, হিন্দুদের, আরাধ্যা দেবী। তাকে নিয়ে মস্করা করার মত ছোটলোক আমি নই। বলছি মাকালীর প্রতি তোদের অদ্ভুত, বালখিল্য মানসিকতা নিয়ে। যা ইচ্ছা তাই করবি, যেমন খুশী চলবি, মাল টেনে বউ পেটাবি, মা বাবার কোন খোঁজ রাখবিনা-আর ' জাগ্রত' মাকালী তোর মনস্কামনা পূরন করে দেবে!! মাকালী কি এতই বেকুব?! তিনি কি তোমার মনোস্কামনা পূরন করার ঠেকা নিয়েছেন?" ভগবান রামচন্দ্রও তো সীতাকে উদ্ধার করার জন্য প্রানপন যুদ্ধ করেছেন রাবনের সাথে। কই,- মা দূর্গা তো অলৌকিক ক্ষমতাবলে রামচন্দ্রের মনোস্কামনা পূরন করে দেন নি!  ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বরপুরুষ  হয়েও তো কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। উনি তথাস্তু বললেই তো দূর্যোধনেরা মারা যেত।ভগবান রামকৃষ্ণদেব, সাধক রামপ্রসাদ, বামাক্ষেপা এইসকল কালীসাধকরা কখনো মনোস্কামনা পূরন করার জন্য কালীমায়ের আরাধনা করেছেন বলে শুনেছিস? নাকি, এইসব সাধকরা মায়ের সামনে পাঠাবলি দিয়ে মাকে তুষ্ট করার চেষ্টা করতেন?"

বন্ধু  ঢুক গিলে বল্ল,-" মানে??  তুই বলছিস,- কালী মায়ের পূজার কোন উপযোগীতা নেই? সব ফালতু?!"

" না,-একটুও তা বলছি না।  যদি মাকালীর প্রতিমার মধ্যে তুই নিজের জম্মদায়ীনী মায়ের চেহারা দেখতে পারিস, যদি কালী মায়ের আরাধনা করে তোর নিজের মা-বাবার প্রতি শ্রদ্ধা-ভক্তি-সেবাপরায়না বৃদ্ধি পায়, যদি নিজের চলন-চরিত্র- স্বভাব শুধরানোর কোন সুযোগ থাকে, বৃত্তি-প্রবৃত্তিকে নিয়ন্ত্রন করার কোন শিক্ষা থাকে, যদি নিজের যোগ্যতা-দক্ষতা বাড়ানোর কোন রাস্তা পেয়ে থাকিস,- তবে অবশ্যই যাবি। সাথে আমি ও যাব। আর, তা না হয়ে শুধু " মনোস্কামনা পূরন" করার ধান্ধায় আর মাকালীকে বেকুব ভেবে যা খুশী তা আদায় করার ধান্ধায় যদি যেতে চাস,- তবে না যাওয়াই ভাল। "