Quotes by MOU DUTTA in Bitesapp read free

MOU DUTTA

MOU DUTTA

@moudutta515858
(10)

Today the whole world celebrates Teachers’ Day—a day to honor those who shaped our minds, held our hands, and guided us through the journey of life. For many, this day reminds them of classrooms, blackboards, and the teachers who taught them lessons of knowledge. But for me, when I close my eyes and think of my very first teacher, only one face comes to mind—my mother.

From the very beginning of my life, before I even stepped into a school, it was you, Maa, who became my guide, my mentor, and my light. You taught me not only how to speak, walk, and eat, but also how to face the challenges of life. You have always been my strongest support system, my safe space, and my inspiration to never give up.

I still remember those difficult days when I was about to break down, when the weight of failures and disappointments felt too heavy on my shoulders. At times when I was ready to give up, you stood by me like a pillar of strength. Instead of scolding or discouraging me, you patiently explained that failures are not the end, but only lessons on the way to success. You reminded me that even the darkest night ends with the rising of the sun. And because of those words, Maa, I could gather myself, wipe my tears, and try again.

You never let me believe that I was alone. Every hardship I faced, I knew your hands were always there to lift me up. Whether it was struggles in studies, confusion about life, or battles within my own mind, you stood beside me like a teacher, teaching me patience, hope, and courage. For that, Maa, no words will ever be enough to thank you.

When people talk about teachers, they often speak about lessons of mathematics, history, or science. But the lessons you taught me go far beyond books. You taught me values—kindness, honesty, hard work, respect, and love. You showed me how to treat people, how to forgive, and how to stay humble no matter how much one achieves in life. These lessons are not written in any textbook, yet they are the most important lessons I will carry throughout my life.

I know that every step I take today is shaped by your sacrifices. Behind every little success of mine, there is your endless hard work. How many times you stayed awake just to make sure I was comfortable, how many times you gave up your own wishes just to fulfill mine—I cannot count. You became both a mother and a teacher, sacrificing everything only to see me grow and become a better person.

Maa, today as I write this tribute, I realize how blessed I am. Not everyone gets to call their mother their first teacher. Not everyone has someone who can be a parent, a guide, and a friend all at once. But I do. And that is the greatest gift of my life.

Whenever I look back, I see your presence in every chapter of my story. When I first learned to read, it was you who patiently repeated every alphabet with me. When I struggled with studies, you never compared me with others, instead you encouraged me to improve myself. When I felt lost about what to do in life, you listened, understood, and guided me with love. You always made me believe that I was capable, that I could achieve anything if I didn’t give up. That faith, Maa, has become my strength.

Today, on this special day, I want to tell you something from the deepest corner of my heart—I am nothing without you. Whatever little achievements I have, they all belong to you. Whatever good qualities I carry, they are a reflection of your teachings. I am proud to say that my mother is my greatest teacher.

Life is uncertain, the future unknown. I know challenges will come, and there will be moments when I may stumble again. But one thing I know with complete certainty—you will always be by my side. Your blessings, your love, and your wisdom will guide me through every storm. And as long as you are with me, I will never be afraid of falling, because I know you will help me rise again.

On this Teachers’ Day, I bow down to you, Maa, with love and gratitude. I promise to carry your teachings with me, to make you proud, and to live a life that reflects the values you gave me. You are not only my first teacher, but also my forever teacher. No matter how old I grow, I will always remain your student.

Thank you, Maa, for everything—for your love, your sacrifices, your strength, and your endless patience. Thank you for lifting me up when I was about to fall. Thank you for believing in me when I did not believe in myself. And above all, thank you for being my mother and my teacher, all in one.

Happy Teachers’ Day, Maa. ❤

Read More

আজ বিশ্ব চিঠি দিবস
প্রিয়তম,

আজকের দিনে কি লিখব বা কি বলব তা সত্যিই জানি না। তবুও তোমার জন্য, তোমায় ভেবে কলম হাতে নিলাম। যদি কোথাও ভুল হয়, ক্ষমা কোরো।

তোমায় দেখার আগেই তোমায় ভালোবেসেছিলাম। তোমার সঙ্গে কথা বলতে বলতে হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জন্মেছিল। সেই অনুভূতি যেন নতুন হলেও কোথাও পুরনো পরিচয়ের মতন। তোমার ফোনের অপেক্ষা, তোমার গলার শব্দে সকাল শুরু আর রাত শেষ হওয়া—সবটাই অভ্যাসে পরিণত হয়েছিল। তুমি ছিলে আমার দিন-রাতের একমাত্র আলো।

আজ সময় অনেক কিছু পাল্টে দিয়েছে। হয়তো এখন আর সেসব হয় না। তবুও হৃদয়ের ক্যানভাসে তুমি আছো—একসময় রঙিন ছিল সেই ক্যানভাস, আজ তা সাদা-কালো হলেও সেখানে রয়ে গেছে আমাদের অজস্র স্মৃতি।

তাই এই বিশেষ দিনে তোমায় বলি—

তোমায় ভেবে রাত হয় পার,
যে রাতে নেই কোনো রাত।
অধরা বিকেলে ক্লান্ত নদী
বয়ে চলে অবিরত।
পারের ধারে বসে তখন
তোমার কথাই মনে পড়ে।
হৃদয় তখন আকুল ব্যাকুল,
তুমি আমার প্রতিক্ষণ।

শান্ত মনে ভেবে দেখি—
আজও ভালোবাসি।
হৃদয়ের ভেতরে রেখে তোমায়,
ভাবি তুমিই আলো।
সব ভুলে আজও বলি, শোনো—
আজ, আগামীকাল, ভবিষ্যতে,
শুধু তোমায়ই ভালোবাসবো। ❤️

মৌ 🖋️
#kobita

Read More

**তোমায় পাওয়ার হয়নি সাধ্য,
পাইনি তাই আজও।
জীবন আমায় শিখিয়ে দেয় —
ভেঙে যাওয়া সহজ খুব।

তবু তুমি যদি থাকো পাশে,
বাসো যদি ভালো আমায়,
আগলে রাখব অনেকখানি,
দেব না কোনো কথা তোমায়।

কথায় মানুষ ভাঙে হৃদয়,
কথায় হয় শেষ।
তাইতো বলি — কথা নয়,
ভালোবাসব আজন্ম বেশ।

তবু যদি রাগ-অভিমান
আসে হৃদয়ের মাঝে,
জড়িয়ে রেখো বুকে আমায়,
থেকো কেবল পাশে।

ভালোবাসলে অভিমানী হয়,
অভিমানী হয় মন।
তবু তুমি থেকো হয়ে
আমার সারাক্ষণ।

‘কাঁদাবো না’ — এ কথা বলি,
দেয়া যায় প্রতিশ্রুতি।
তবু জানি, কথা ভাঙে,
মানুষ করে অদ্ভুত গতি।

তোমায় আমি লুকিয়ে রাখি
বুকের গভীর সুরে,
আমার হয়েই থেকো তুমি —
ভালোবাসব অনেকটুরে।**

---
মৌ দত্ত 🖋️

Read More

তোমার চোখের মাঝে হারিয়ে
নিজেকে খুঁজেছি, কোথায় জানি না।
আবছা চোখেও তোমাকে দেখি,
কেন দেখি, তাও বুঝি না।

তোমার চোখ-মুখ ভেসে ওঠে,
কারণ খুঁজতে যাই না আর।
তুমি বুঝেও বুঝলে না,
সেটা ভাবলে লাগে ভার।

যাই হোক, এবার বুঝেছি,
তোমায় ছাড়া চলবে না।
পাগল ছিলাম, পাগল রইলাম,
ভেবে আর কি হবে বলো না!

তোমায় পাওয়ার আশায়,
তোমার কাছে যাবো না।
ও চোখে চোখ না রেখেও,
ওই দুটি চোখ ভুলবো না।

তোমার সামনে অভিমানগুলো
জমে জমে পাহাড় হয়,
তবু চোখে চোখ পড়লে,
মনটা আবার দুর্বল হয়।

তুমি আমায় দূরে ঠেলে
ব্লক করেছো, দিওনি মান,
আমি তবু লিখে যাই—
হাজার কবিতার বুনন।

এখনো তোমার চোখ ভাসে,
চোখের সামনে প্রতিদিন,
জানি না তুমি ভাবো কি না,
আমার মতোই আনমনে।

আমি হয়তো পাগল হলাম,
শেষটুকু আর বুঝি না।
তুমি না হয় দূর থেকেই
ভালোবেসো নিঃশব্দে...

পাগল হলাম ওই দুই চোখে,
যা ছিল কল্পনারও বাইরে,
তাই হলো এই জীবনে...

— মৌ❣️

#poem

Read More

জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো "সময় এবং সম্পর্কের পরিবর্তন"।

মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায়—চিরকালীন সুখ, ভালোবাসা, সম্পর্ক, অথবা নিজের প্রিয় মুহূর্ত—সবই একসময় বদলে যায়। সময়ের সাথে সাথে মানুষ, তাদের অনুভূতি, এবং তাদের প্রয়োজনগুলোও পাল্টে যায়।

এই পরিবর্তন মেনে নেওয়া, প্রিয়জনের দূরে চলে যাওয়া, অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।
তবে, এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

অন্য একটি সত্য হলো: জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, ভালো সময় যেমন শেষ হয়, তেমনই খারাপ সময়ও। তাই কঠিন সময়েও ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।

Read More

❤️হৃদয় জোড়া আঁখি❤️


অমাবস্যা , পূর্ণিমা কিংবা প্রতিপাদ,
হৃদয়েশ্বরী তুমি কি হবে আমার চাঁদ।
15 দিনের ব্যবধানে হলেও আসবে তুমি ঠিক।
এইটুকু নিশ্চয়তা না হয় ভগবান আমায় দিক।

হৃদয়েশ্বরী তুমি কি হবে আমার বাগানের গোলাপ।
না হয় দিয়ো তার সাথে শত কাটার প্রলেপ।
তবুও তুমি জন্ম নিও আমার হৃদয় মাঝারে,
রাখবো তোমায় যত্ন করে আমার বক্ষ কোটরে।

হৃদয়েশ্বরী তুমি কি হবে আমার জীবনে গানের নতুন ছন্দ।
সুর - তাল - ল সব একই হবে থাকবে না কোনো দ্বন্দ্ব।
ভীষণ কোনো মন খারাপে হয়ো বেহালার সুর।
কিংবা কোনো প্রেমের গল্পে বাঁশোরিও সুমধুর।

হৃদয়েশ্বরী তুমি কি হবে আমার ভালোবাসা, প্রিয়া, প্রেয়সী।
রাখবো তোমায় আদর যত্নে ভালোবাসায় ওগো মোর উর্বশী।
আমার হয়ে থেকো আমার হৃদয়ের একমাত্র অধিকারী ,
বড় বেশি ভালোবাসি তোমায় ওগো আমার হৃদয়েশ্বরী।

Read More