Quotes by Parvej Khasru in Bitesapp read free

Parvej Khasru

Parvej Khasru

@parvej9851

কবিতা

বিরহে ঈশ্বর

অনন্ত , বিশুদ্ধ চেতনা।
তোমার স্পর্শেই জ্বলে উঠেছিলো হৃদয়,
হৃদয় থেকে আত্মা , আত্মা থেকে সুর নিয়ে নত হয়েছিলাম। পাখির গানের মত নিমগ্ন হয়েছিলাম।
সুর নিভে গেছে বাতাসে,
তোমার শূন্যতার নদী শুকিয়ে বয়ে বেড়াই বুকের গভীরে।

আমি ছিলাম ,
তোমার প্রেমের আভাসে রূপ পেলাম,
তোমার চাহনির আগুনে পুড়ে হলাম খাঁটি ।
চুমু তে জাগিয়ে তুললে প্রাণ।
আশ্রয় দিলে নিষিদ্ধ ছায়া তলে। কি পাপ? কি পাপ!

আলোর কাছে গিয়েও অন্ধকারে ডুবে থাকি!

বেহেশতের প্রেমিক,
আমার হৃদয় এখন এক মসজিদ—নিঃসঙ্গ, নির্জন, নীরব।
তোমার নাম ধরে কাঁদি,
তোমার দয়ার অপেক্ষা পাতা থেকে দু’চোখের পাঁপড়িতে।

Read More