The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.
Continue log in with
By clicking Log In, you agree to Matrubharti "Terms of Use" and "Privacy Policy"
Verification
Download App
Get a link to download app
প্রকৃতি —রেজওয়ানুল হক নীল আকাশে ভাসে সাদা মেঘ, ধানের খেতে বাজে বাতাসের বেগ। পাখির ডাকে ভোর হয় যে গ্রামে, সেই তো প্রকৃতি—নির্জন এক স্বর্গধামে। সবুজ পাতায় রোদের খেলাঘর, বৃষ্টির ফোঁটায় ছড়ায় সুরের অন্তর। ঝরনার ধারে চুপচাপ বসে, মনে হয় যেন—সব দুঃখ গেছে ভেসে। নদীর ধারে জোছনার আলতো ছোঁয়া, প্রকৃতির প্রেমে হৃদয় যায় রোঁয়া রোঁয়া। গাছের ছায়া, মাটির গন্ধ, সৃষ্টিকর্তার রহমতে লাগে অসংখ গন্ধ। মানুষ ভুলে যায় এই মায়ার ডাকে, নগরের ধোঁয়ায় মন খালি থাকে। কিন্তু প্রকৃতি দেয় নিঃস্বার্থ ভালোবাসা, সে চায় না কিছু, কেবল শান্তির আশ্বাসটা। তাই ফিরে যাই, কখনো বনপথে হাঁটি, আকাশের নিচে দাঁড়াই, মাটির মতো নীচু হই পাঁটি। প্রকৃতি শেখায়—নীরবতাই শব্দের মায়া, এই ভালোবাসা চিরকাল, কখনো নয় ছায়া।
প্রকৃতির নিষ্ঠুরতা —রেজওয়ানুল হক তুমি কি দেখেছো গাছপালার কান্না, ঝড় এলে যারা হারায় আপন প্রাণটা? তুমি কি শুনেছো নদীর দীর্ঘশ্বাস— তীরে ধাক্কা খেয়ে বলছে, “আর পারি না, আস!” সূর্য উঠে, ঠিকই—আলোর আহ্বান, কিন্তু কখনো সে পুড়িয়ে দেয় প্রাণ। মেঘ আসে ছায়া দিতে—সেই মেঘে বাজ পড়ে, বাঁচতে চাওয়া শিশুও হারায় মা’র কোলে পড়ে। প্রকৃতি যে মা, সেই মা-ও রাগে, ভূমিকম্পে কাঁপে ধরণী, ঘুম ভাঙে। সমুদ্র কখনো টানে, আবার গিলে ফেলে— একদিন যেথায় খেল, আজ শবদেহ মেলে। পাখির ডাকে যে সকাল জাগে হেসে, সেই পাখি পড়ে যায় বন্দুকের দেশে। সবুজ মাঠে যে শিশুরা দৌড়ায় প্রাণে, তাদের মুখে আজ ধুলো, রক্ত রাঙা টানে। এই কি তবে প্রকৃতির ভালোবাসা? নাকি সে শেখায়, "ভুলে যেও না আশা। নরম ও কঠিন—দুই রূপই তার, ভালোবাসে যেমন, তেমনি ছুঁড়ে দেয় মার।" তবু তার বুকেই তো জীবন গড়ে ওঠে, তবু তার বুকে মাথা রেখে কেউ জোটে। প্রকৃতি নিষ্ঠুর, তাই নয় ভুলে, সে শেখায়—ভালোবাসাও আসে কাঁটার ফুলে।
প্রকৃতির বর্বরতা – রেজওয়ানুল হক একদিন হঠাৎ দেখি, আকাশ কালো সন্ধ্যার আগেই লুটিয়ে পড়ে ভয়, ঝড়ের শিসে কেঁপে ওঠে দিগন্ত, পাখির ডানায় ভর করে কান্নার অসীম সুর। বৃক্ষেরা জড়োসড়ো, মাটির বুক চিরে ওঠে ক্ষোভের কাঁপন, প্রকৃতি তখন আর কোমল নয়— সে এক অভিশপ্ত জ্বালামুখ, যেখানে গলে যায় সভ্যতার মুখোশ। এক এক করে ভেঙে পড়ে কুঁড়েঘর, ভেসে যায় শিশুর পালঙ্ক, কৃষকের মুঠো মুঠো স্বপ্ন— মাটির মতোই বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে বাতাসে। নদীটা, যে একদিন ছিলো মায়ের মতো, সে-ই এখন মাতাল সাপ, ডুবে যায় জনপদ, ডুবে যায় ইতিহাস, ডুবে যায় আমাদের অহংকার। প্রতিটি বজ্রপাত যেন এক একটি চিৎকার, একটি প্রশ্ন ছুঁড়ে দেয় আকাশের দিকে— "তোমরা কি ভেবেছিলে আমি চিরকাল নীরব থাকবো?" "তোমরা কি বুঝোনি, আমি রক্ত নয়— প্রকৃতি, যার ধৈর্য সীমাহীন, তবে প্রতিশোধ হলে তা ভয়ংকর!" শুষ্ক মৌসুমে সূর্য পোড়ায় যেন আগুনে বাঁশের কঞ্চি, কৃষকের চোখে জল শুকিয়ে যায় তৃষ্ণার চেয়ে গভীর এক দহন নিয়ে। অরণ্যের কোল ছিঁড়ে ফেলে দালানের কঙ্কাল, নির্বিচারে কাটা গাছের কান্না, জলে মিশে যায়, বায়ুতে ভাসে— তবু কে শুনে? কে বোঝে? আমরা বানিয়েছি রাস্তা, মাটি চাপা দিয়েছি নদীর হৃদয়, দিয়েছি কংক্রিটের অলংকার, কিন্তু সে অলংকার যখন বিষ হয়ে ফিরে আসে তখন প্রকৃতি বলে না কিছু— শুধু প্রতিক্রিয়া দেয়। প্রতিটি দুর্যোগ এক একটি প্রতিবাদপত্র— ভূমিকম্পের আঘাতে ফাটে ইট, কিন্তু ফাটে আমাদের বিবেক না! সাইক্লোনে ভেসে যায় শহর, কিন্তু আমরা শুধু সংখ্যা গুনে— “মৃত ৩২, আহত ৭১…” এবং তারপর, আবারও ব্যস্ত হই বিলবোর্ডে, নতুন মলের উদ্বোধনে, পুরনো বন কাটতে কাটতে নতুন উন্নয়নের গান গাই। প্রকৃতি কি বর্বর? নাকি আমরাই সেই বর্বর, যারা পাখির বাসা চুরি করে বাড়ি বানাই, যারা সাগরের বুকে তেলের কল বসাই, জীবন বাঁচাতে নয়— লোভ বাঁচাতে। তবু সেই প্রকৃতিই একদিন ফেরত দেয়— একটি কুঁড়ি, একটি শিশিরবিন্দু, একটি বসন্তের কোকিল ডাক, যেখানে টিকে আছে আশা, যেখানে সুযোগ আছে ক্ষমার। প্রকৃতির এই বর্বরতা নয় প্রতিহিংসা, এ যেন মা’র কঠিন শাসন— যার ভেতরেও লুকিয়ে থাকে স্নেহের গভীর রঙ। তাই আজ দাঁড়িয়ে আছি আমরা, পায়ের নিচে কাঁপা মাটি, মাথার উপর বিপন্ন নীল, আর বুকের ভেতর একটাই প্রার্থনা— “প্রকৃতি, ক্ষমা করো, আমরা শিখবো— এবার সত্যি শিখবো।”
Copyright © 2025, Matrubharti Technologies Pvt. Ltd. All Rights Reserved.
Please enable javascript on your browser