Jongoler Prohori - 4 in Bengali Thriller by Srabanti Ghosh books and stories PDF | জঙ্গলের প্রহরী - 4

Featured Books
Categories
Share

জঙ্গলের প্রহরী - 4

জঙ্গলের প্রহরী

পর্ব - ৪

🍁🍂🍁🍂🍁🍂🍁

অস্বস্তিকর পরিস্থিতি কাটাতে ঋষি তাড়াতাড়ি বলে, "ম্যাডাম চা খুব ভাল হয়েছে, নিমকিও।"

- "থ্যাঙ্ক ইউ।" মিষ্টি হাসে শুক্লা, "খাবার দাবার সব মা বানিয়েছেন। আমি শুধু চা করেছি।"

ঋষি এখনও চা খায়নি, থতমত হয়ে বলে, "ও আচ্ছা, খাচ্ছি এক্ষুণি।" গরম চায়েই চুমুক দেয়। সিদ্ধার্থও চায়ে চুমুক দিয়ে বলে, "খুব ভালো চা। থ্যাংকস ম্যাডাম।"

- "শুক্লা হল আমার ছোটবোন। ও কলকাতায় থেকে এম এস সি পড়ছে। ছুটিতে এখানে। আর শুক্লা ইনি সিদ্ধার্থ রায়, স্পেশাল ব্রাঞ্চ, ইনি ঋষি বসু।" শাক্যর মনে পড়ে ফর্মালি আলাপ করানো উচিত। উভয়পক্ষই নিয়ম রক্ষার্থে হাতজোড় করে। 

সমস্যা হয় এরপরই, কারণ শুক্লা একটা মোড়া নিয়ে এসে বসে পড়ে একধারে। আর ভদ্রতা রক্ষা করা সম্ভব হয় না। সিদ্ধার্থ বলে বসে, "মিস গোস্বামী, আপনি আপনার কাজে যান। আমাদের আর কিছু প্রয়োজন নেই। আমরা কিছু অফিশিয়াল কথা বলে নিই বরং।"

শাক্যও বলে, "তুই ভেতরে যা। বরং মাকে বল পরে একবার আমি ডাকলে ওদের সঙ্গে কথা বলে যেতে।" মুখ কালো করে শুক্লা উঠে যাচ্ছে, সিদ্ধার্থ থামায়, "এক্সকিউজ মি মিস গোস্বামী, এই বইটা কি আমি রাখতে পারি?"

- "নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি রাখুন। এটা তো অন্য কপি আছে আমাদের বাড়িতে। আমার ঠাকুর্দা মনমোহন গোস্বামীর লেখা।" শাক্য ঝাঁপিয়ে পড়ে শুক্লা কিছু বলার আগে। 

- "থ্যাঙ্ক ইউ।" শুক্লার দিকে তাকিয়ে মাথা নাড়ে সিদ্ধার্থ। 

- "আমি আপনাকে একটা নতুন কপি দিচ্ছি। আপনি রেখে দেবেন।" শুক্লা ভিতরে চলে যায়। ঋষি ওর মুখে ঝড়ের আভাস দেখে। রূপসী শুক্লার রাগী মুখটা দেখে ওর সেই গানটা মনে পড়ে, কোই হাসিনা যব রুঠ যাতি হ্যায়। মুখ টিপে হাসে ঋষি। 

- "ওয়েল মিঃ গোস্বামী, আমি এই কথাতেই আসতে যাচ্ছিলাম। আপনি এখানকার মানুষ, এই এলাকার লোক হিসেবে অনেককে চেনেন রেঞ্জার পরিচয় বাদ দিয়েও। আপনার নিজের মত কি? এক্সপ্লোসিভ আর এই চিতাবাঘ নিয়ে?"

- "আমি খুব কনফিউজড মিঃ রায়। বেশিরভাগ আদিবাসী পরিবার। মাত্র কয়েকঘর বাঙালি পরিবার এখনও টিঁকে আছে। কিছু লোক নিচের লাইনে অফিস কাছারিতে চাকরি করতে এসেছেন প্লেনস থেকে। তারা স্টেশনের কাছাকাছি অফিস বাজারের দিকটাতেই থাকেন। এই তো এখানকার বাসিন্দা। তাদের মধ্যে কে হতে পারে?"

- "আপনারা রায়চৌধুরীদের সঙ্গে কানেকটেড?" সিদ্ধার্থ ঝুঁকে বসেছে। 

- "হ্যাঁ আমাদের বংশ রায়চৌধুরীদের কুলপুরোহিত ছিল। তবে একটা সময়ের পর আস্তে আস্তে রায়চৌধুরীরা কলকাতায় শিফট করে যায়। এখান থেকে ওদের কুলদেবতা মদনমোহন বিগ্রহও শেষে নিয়ে যায়। তবে আমার ঠাকুর্দার আমল পর্যন্ত এখানেই ছিলেন সবাই। ঠাকুর্দা এই অঞ্চলের ইতিহাস নিয়েও ঘাঁটাঘাঁটি করেছেন।"

- "আচ্ছা? উনি কি ঐতিহাসিক ছিলেন?" ঋষি প্রশ্ন করে। 

- "খাঁটি ঐতিহাসিক না হলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়েছেন। পরে সরকারি অফিসে চাকরি করলেও ইন্টারেস্ট ছিল এই অঞ্চলের ইতিহাসে। বহু ইনফরমেশন যোগাড় করেছিলেন।"

- "আপনার বাবা? ফ্যামিলির অন্যরা?" সিদ্ধার্থর আলগা প্রশ্ন। সিগারেটের প্যাকেটটা বের করেও ঢুকিয়ে রাখে, এটা শাক্যর বাড়ি। ধূমপান করতে না পেরে আরও মেজাজ খিঁচড়ে যাচ্ছে। 

- "বাবা ফরেস্ট সার্ভিসেই ছিলেন। নর্থ বেঙ্গলটা এখানে ওখানে থেকেছেন। আমাদের ফ্যামিলির আর আছেন বাবার জ্যাঠতুতো দাদা আর দিদি। ওরা কলকাতায় থাকেন। জ্যাঠামশাই কলেজের প্রোফেসর ছিলেন। পিসিমা হাউজ ওয়াইফ। কখনো সখনো বেড়াতে এসেছেন। আমি কলকাতায় পড়াশোনা করেছি, শুক্লাও।"

- "হুম, এভাবে সবাই বরং আস্তে আস্তে শহরমুখী হচ্ছে। কলকাতা না হলেও শিলিগুড়ি, জলপাইগুড়ি। এলাকাটা ফাঁকা, অন্ততঃ জঙ্গলের লাগোয়া এই গ্রাম সাইডটা। এখানে এসব অসামাজিক কাজ করা সুবিধেজনক। সামনেই বর্ডার, সেও আবার জঙ্গলে ঢাকা। অপরাধ করে চট করে গা ঢাকা দেওয়া যায়। আপনি কিছুই টের পাননি?"

সিদ্ধার্থর গলায় কিছু ছিল, খুব নিরামিষ প্রশ্ন নয়, শাক্য টের পায়। চোয়াল শক্ত হয় এবার, "মিঃ রায়, আমার টেরিটোরি ঐ জঙ্গল। সেখানে কিছু পাওয়া যায়নি। আমার গার্ডরা যথেষ্ট এফিশিয়েন্ট। তাদের চোখ এড়িয়ে এতদিন কিছু হতে পারে না। আর আপনার আগে যিনি এসেছিলেন স্পেশাল ব্রাঞ্চ থেকে, তিনি কিন্তু জঙ্গল সার্চ করেছিলেন, কিছু পাননি।"

অপমান স্পষ্ট, গায়ে মাখে না সিদ্ধার্থ, "এবার সবকিছু জঙ্গলেই পাওয়া গেছে, আপনার টেরিটোরিতেই। তাই নয়? আর চিতাটা? ওটার ব্যাপারে আপনি কি জানেন?" সিগারেটটা ধরিয়েই ফেলে ও। 

- "গত দশ বছর ধরে চিতা এই জঙ্গলে নেই। তবে জঙ্গল তো আর পাঁচিল দেওয়া বাড়ি নয়। অন্য জেলার জঙ্গল থেকে, ভূটানের দিক থেকে পাহাড় টপকে চলে আসতেই পারে। এবং আমি চিতাটাকেই খুঁজছি। দেখুন মিঃ রায়, এই জঙ্গলে যদি আমরা চিতাটাকে খুঁজে পাই, একলা হলেও, তার সঙ্গীর ব্যবস্থা করতে পারলে, সংখ্যায় বাড়াতে পারলে, সেটা তো আমার, এই জঙ্গলের গার্ডদের এ্যাচিভমেন্ট হবে।"

- "আরেকটা কথা, চিতা নিয়ে লোকাল লোকেরা যা বলাবলি করছে, সেটার ব্যাপারে আপনি কি জানেন?"

[ ❤ শাক্য গোস্বামী কি জানে এই অঞ্চলের সঙ্গে চিতাবাঘের সম্পর্কের ব্যাপারে? যা জানে, সব কথা কি বলবে সিদ্ধার্থ রায়কে? 

❤ জানা যাবে পরের পর্বে। অনেক ধন্যবাদ এই পর্বটি পড়ার জন্য। আপনার মতামতের অপেক্ষা করছি। দয়া করে মন্তব্য করে জানাবেন। ]

চলবে