Quotes by SAKTI BISWAS in Bitesapp read free

SAKTI BISWAS

SAKTI BISWAS

@saktibiswas954868


তুমি আছো বলেই" 🌹


তুমি আছো আমার নিশ্বাসের ভেতর,
অন্ধকার রাতে জ্বলা দ্বীপের মতন।
তুমি এলে মনের আকাশে ভোরের আলো,
বুকের ভিতর জাগে অজানা কোলাহল।

চোখে চোখে বাঁধা থাকে স্বপ্নের সেতু,
তোমার ছোঁয়ায় জেগে ওঠে জীবনের ঋতু।
একটি হাসি—বুকের সমস্ত দুঃখ ভোলে,
শূন্যতা ভরে ওঠে মধুর গানে তালে।

তুমি না থাকলে দিন যেন থেমে যায়,
তোমার নামেই হৃদয়ের বেজে গান।
মেঘের ভেলা ভেসে আসে তোমার খোঁজে,
তারারাও মিটি মিটিয়ে ডাকে তোমার নামে।

ভালোবাসা মানে শুধু মায়ার ডোর,
ভালোবাসা মানে চিরন্তন সমর্পণ।
তুমি-আমি মিলে যেন এক নদীর ধারা,
অবিরাম বয়ে চলে অন্তহীন সাগরে।

তুমি যখন হাত রাখো আমার হাতে,
মনে হয়—বিশ্বটা থমকে গেছে এক ক্ষণে।
তোমার ভালোবাসা আমার জীবনের প্রার্থনা,
তুমি আছো বলেই জীবনটাই পূর্ণতার সান্তনা।

Read More