Bengali Quote in Motivational by Saikat Mukherjee

Motivational quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Bengali daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

রিলেশনে থাকা কালীন যেসব ছেলেরা তাদের গফকে জিজ্ঞেস করো বাবু তোমার নাভী,কোমর দেখতে অনেক সুন্দর তাইনা? i think কোনো মেয়ে তখন উত্তর দিবে না হ্যাঁ বাবু সুন্দর! বরং মেয়েটা চুপ করেই থাকবে।
কারন কি জানো এটা বাঙালি মেয়ে,তোমাদের দেখা কোনো বিদেশি পনর্স্টার না।
বাঙালি খুব কম মেয়েই আছে যাদের সাথে তোমাদের এক্সপেকটেশন মিলে যাবে। গেন্দাফুল গানে জ্যাকলিন এর মতো বাটারফ্লাই কোমর বাঙালি মেয়েদের খুব কমই হয়!😊

কিংবা তোমার দেখা সানি লিওনের মতো অতো চকচকে নাভি ও বাঙালি মেয়েদের হয়না_ হলেও খুব কম সংখ্যক।
এরপর আসি চুলের কথায়, তোমাদের ছেলেদের চুল আর মেয়েদের চুলের পার্থক্য একটাই, ছেলেদের চুল ছোট আর মেয়েদের চুল বড়!

আচ্ছা কোন ইতিহাসে পাইছো মেয়েদের চুলে আলাদা ঘ্রাণ থাকে। তারপর খুব লুতু পুতু হয়ে গফকে বলো বিয়ের পর তোমার চুলের ঘ্রানে আমি পাগল হয়ে যাবো এসব উদ্ভট চিন্তা ভাবনা কোথা থেকে আসে তোমাদের!

মুর্খ ওটা চুলের ঘ্রাণ না, ঐটা শ্যাম্পু + কন্ডিশনারের ঘ্রান
তারপর আসি স্ট্রেট চুল _ খুব কম মেয়েরই আছে স্ট্রেট চুল । হেয়ার রিবন্ডিং করে চুল সোজা করা হয় কিন্তু তোমার এক্সপেকটেশন এর মধ্যে এগুলো থাকতে হবে।

এরপর আসি আসল কথায়.. অনেকদিন রিলেশনেে থাকার পর তুমি মেয়েটাকে বিয়ে করলা তারপর দেখলা তোমার এক্সপেকটেশন এর সাথে তোমার গফ এর শরীরের, সৌন্দর্যের তিল পরিমানেরও মিল নেই তখন কি করবা ছেড়ে দিবা মেয়েটাকে?
এইবার ভেবে দেখো তোমরা আসলে মেয়েটাকে মেয়ে হিসেবে ভালোবাসো নাকি ভোগের পন্য সামগ্রি হিসেবে।
তোমার এক্সপেকটেশন অনুযায়ী মেয়েটিকে তৈরি হতে হলে কতো টাকা লাগে মেয়েটার জানো?
দামি শ্যাম্পু + কন্ডিশনার+ বডি স্পা + হেয়াররিবন্ডিং + হেয়ার স্পা + দামি ক্রিম + মেকআপ ইত্যাদি ইত্যাদি।
প্রতিমাসে এগুলো তুমি গুনেও শেষ করতে পারবে না। আর এগুলো কিনে দেয়ার টাকা তো দুরের কথা!

যেদিন মেয়েটার এই চাহিদাগুলো মেটাতে পারবে সেদিন তোমার এক্সপেকটেশন গুলোও মূল্য পাবে। আর যদি না পারো তাহলে কেন ছেঁচড়ার মতো একটা মেয়ের কাছে এতোকিছু আশা করো লজ্জা করেনা তোমাদের??
সবসময় চেহারা দিয়ে বিচার করা বাদ দাও আর একটু ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো!🌸

(সৈকত মুখার্জী )

Bengali Motivational by Saikat Mukherjee : 111925275
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now