প্রকৃতির নিষ্ঠুরতা
—রেজওয়ানুল হক
তুমি কি দেখেছো গাছপালার কান্না,
ঝড় এলে যারা হারায় আপন প্রাণটা?
তুমি কি শুনেছো নদীর দীর্ঘশ্বাস—
তীরে ধাক্কা খেয়ে বলছে, “আর পারি না, আস!”
সূর্য উঠে, ঠিকই—আলোর আহ্বান,
কিন্তু কখনো সে পুড়িয়ে দেয় প্রাণ।
মেঘ আসে ছায়া দিতে—সেই মেঘে বাজ পড়ে,
বাঁচতে চাওয়া শিশুও হারায় মা’র কোলে পড়ে।
প্রকৃতি যে মা, সেই মা-ও রাগে,
ভূমিকম্পে কাঁপে ধরণী, ঘুম ভাঙে।
সমুদ্র কখনো টানে, আবার গিলে ফেলে—
একদিন যেথায় খেল, আজ শবদেহ মেলে।
পাখির ডাকে যে সকাল জাগে হেসে,
সেই পাখি পড়ে যায় বন্দুকের দেশে।
সবুজ মাঠে যে শিশুরা দৌড়ায় প্রাণে,
তাদের মুখে আজ ধুলো, রক্ত রাঙা টানে।
এই কি তবে প্রকৃতির ভালোবাসা?
নাকি সে শেখায়, "ভুলে যেও না আশা।
নরম ও কঠিন—দুই রূপই তার,
ভালোবাসে যেমন, তেমনি ছুঁড়ে দেয় মার।"
তবু তার বুকেই তো জীবন গড়ে ওঠে,
তবু তার বুকে মাথা রেখে কেউ জোটে।
প্রকৃতি নিষ্ঠুর, তাই নয় ভুলে,
সে শেখায়—ভালোবাসাও আসে কাঁটার ফুলে।