তুমি পাশে আছো তাই
তুমি পাশে আছো—
অচেনা অনেক দিনের পরে,
শ্যামল তরুলতার কোমলতার স্বাদ পাই
আমি অন্তর থেকে।
মুঠো মুঠো সোনালি রোদের মাঝে,
সুবিশাল সবুজ মাঠের মহিমা
মনোমতো মানানসই...
আমাদের পাশে থাকার অনুভূতিতে।
আমার হাতে তোমার হাত,
চোখে বিগলিত ঝিলিক—
ঠোঁটের রক্তিম
আবারও প্রেমে ফেলেছে
চার বছরের পরে।
কাঁধে মাথা রেখে
তুমি নিশ্চিন্তে ঘুমাও,
চিরকাল আমার এই বাহুতে, শান্তিতে,
আমার পরী...