**তোমায় পাওয়ার হয়নি সাধ্য,
পাইনি তাই আজও।
জীবন আমায় শিখিয়ে দেয় —
ভেঙে যাওয়া সহজ খুব।
তবু তুমি যদি থাকো পাশে,
বাসো যদি ভালো আমায়,
আগলে রাখব অনেকখানি,
দেব না কোনো কথা তোমায়।
কথায় মানুষ ভাঙে হৃদয়,
কথায় হয় শেষ।
তাইতো বলি — কথা নয়,
ভালোবাসব আজন্ম বেশ।
তবু যদি রাগ-অভিমান
আসে হৃদয়ের মাঝে,
জড়িয়ে রেখো বুকে আমায়,
থেকো কেবল পাশে।
ভালোবাসলে অভিমানী হয়,
অভিমানী হয় মন।
তবু তুমি থেকো হয়ে
আমার সারাক্ষণ।
‘কাঁদাবো না’ — এ কথা বলি,
দেয়া যায় প্রতিশ্রুতি।
তবু জানি, কথা ভাঙে,
মানুষ করে অদ্ভুত গতি।
তোমায় আমি লুকিয়ে রাখি
বুকের গভীর সুরে,
আমার হয়েই থেকো তুমি —
ভালোবাসব অনেকটুরে।**
---
মৌ দত্ত 🖋️