আজ বিশ্ব চিঠি দিবস
প্রিয়তম,
আজকের দিনে কি লিখব বা কি বলব তা সত্যিই জানি না। তবুও তোমার জন্য, তোমায় ভেবে কলম হাতে নিলাম। যদি কোথাও ভুল হয়, ক্ষমা কোরো।
তোমায় দেখার আগেই তোমায় ভালোবেসেছিলাম। তোমার সঙ্গে কথা বলতে বলতে হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জন্মেছিল। সেই অনুভূতি যেন নতুন হলেও কোথাও পুরনো পরিচয়ের মতন। তোমার ফোনের অপেক্ষা, তোমার গলার শব্দে সকাল শুরু আর রাত শেষ হওয়া—সবটাই অভ্যাসে পরিণত হয়েছিল। তুমি ছিলে আমার দিন-রাতের একমাত্র আলো।
আজ সময় অনেক কিছু পাল্টে দিয়েছে। হয়তো এখন আর সেসব হয় না। তবুও হৃদয়ের ক্যানভাসে তুমি আছো—একসময় রঙিন ছিল সেই ক্যানভাস, আজ তা সাদা-কালো হলেও সেখানে রয়ে গেছে আমাদের অজস্র স্মৃতি।
তাই এই বিশেষ দিনে তোমায় বলি—
তোমায় ভেবে রাত হয় পার,
যে রাতে নেই কোনো রাত।
অধরা বিকেলে ক্লান্ত নদী
বয়ে চলে অবিরত।
পারের ধারে বসে তখন
তোমার কথাই মনে পড়ে।
হৃদয় তখন আকুল ব্যাকুল,
তুমি আমার প্রতিক্ষণ।
শান্ত মনে ভেবে দেখি—
আজও ভালোবাসি।
হৃদয়ের ভেতরে রেখে তোমায়,
ভাবি তুমিই আলো।
সব ভুলে আজও বলি, শোনো—
আজ, আগামীকাল, ভবিষ্যতে,
শুধু তোমায়ই ভালোবাসবো। ❤️
মৌ 🖋️
#kobita