জঙ্গলের প্রহরী

(5)
  • 84
  • 0
  • 1.1k

- "এটা কি সম্ভব স্যার? আপনার নিজেরও কি মনে হয় না এর মধ্যে বিরাট একটা চাল আছে?" স্যার অর্থাৎ ডিআইজি বাসুদেব ধরের সঙ্গে সিদ্ধার্থর সম্পর্কটা যথেষ্ট সহজ। তবে এই মুহূর্তে ক্রাইম ব্রাঞ্চের নামী অফিসার সিদ্ধার্থ রায়ের চোখ কুঁচকে আছে। - "চাল তো আছেই, এত বিস্ফোরক তো এমনি এমনি আসেনি। আর আসবে খবরও ছিল। তোমাকে উড়িয়ে আনা হয়েছে সেজন্যই। চিতাও একটা আছে। এটা ফরেন্সিক কনফার্ম করেছে। লোকটি মারা গেছে চিতার আক্রমণে। কিন্তু এখানে চিতা থাকাটাও তেমন অস্বাভাবিক নয়।" বিডি অর্থাৎ বাসুদেব ধর বেশ শান্তভাবেই বলেন। - "এখানে চিতা থাকাটা অস্বাভাবিক নয়, সেকথা আমিও জানি স্যার। তবে অস্বাভাবিক হল সেই চিতার চিহ্ন খুঁজে না পাওয়ার গপ্পো।" সিদ্ধার্থর কথা শুনলেও টেবিলের পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে একটু যেন অন্যমনস্ক হয়ে পড়েছেন বিডি। - "তাই চিতা নিয়ে এই অদ্ভুত পরিস্থিতি কি করে উড়িয়ে দিই?" সিদ্ধার্থ স্যারের মনোভাব পড়ে নিতে চায়।

1

জঙ্গলের প্রহরী - 1

জঙ্গলের প্রহরী ১পর্ব - ১- এটা কি সম্ভব স্যার? আপনার নিজেরও কি মনে হয় না এর বিরাট একটা চাল আছে? স্যার অর্থাৎ ডিআইজি বাসুদেব ধরের সঙ্গে সিদ্ধার্থর সম্পর্কটা যথেষ্ট সহজ। তবে এই মুহূর্তে ক্রাইম ব্রাঞ্চের নামী অফিসার সিদ্ধার্থ রায়ের চোখ কুঁচকে আছে।- চাল তো আছেই, এত বিস্ফোরক তো এমনি এমনি আসেনি। আর আসবে খবরও ছিল। তোমাকে উড়িয়ে আনা হয়েছে সেজন্যই। চিতাও একটা আছে। এটা ফরেন্সিক কনফার্ম করেছে। লোকটি মারা গেছে চিতার আক্রমণে। কিন্তু এখানে চিতা থাকাটাও তেমন অস্বাভাবিক নয়। বিডি অর্থাৎ বাসুদেব ধর বেশ শান্তভাবেই বলেন।- এখানে চিতা থাকাটা অস্বাভাবিক নয়, সেকথা আমিও জানি স্যার। তবে অস্বাভাবিক হল ...Read More

2

জঙ্গলের প্রহরী - 2

জঙ্গলের প্রহরী ২পর্ব - ২আজ সকালে এই লোকটির মৃত্যুর কারণ যে চিতাবাঘের আক্রমণ, সেকথা জানাজানি হতেই সবাই করছে, পূর্ণিমার রাতে ঐ পাহাড়ের গা থেকে ঠাকুরাণীর চিতা নেমে আসে, একথা ওরা কবে থেকেই জানে।পুলিশের স্থানীয় কর্মীদের মধ্যেও একটা ঢিলেমির ভাব চোখে পড়ছে, যেন সমাধান হয়ে গেছে হত্যারহস্যের। ঠাকুরাণীর চিতাই যেখানে অপরাধী, সেখানে তদন্তের দরকারই বা কি? অপরাধীকে তো আর শাস্তি দেওয়া যাবে না।শুধুমাত্র সিদ্ধার্থ আর ঋষিই জানে বিডি স্যার এখনও এই তত্ত্ব বিশ্বাস করেননি।আজ থেকে পাঁচদিন আগে-----------------------------------রায়চৌধুরীদের এই পুরনো ভাঙা জমিদার বাড়ি আর বাকি জমিজমা দেখভাল করে প্রসাদ। ভাঙা জমিদারবাড়ির আউটহাউজে থাকে ছেলে পল্টনকে নিয়ে। ওর মা মরা ছেলে ...Read More

3

জঙ্গলের প্রহরী - 3

জঙ্গলের প্রহরী ৩পর্ব - ৩জঙ্গলের হাতার বাইরে কাঁটাতারের বেড়ায় ঘেরা ছোট একটা বাংলোবাড়ি। হলুদ দেওয়াল, সবুজ দরজা লাল টিনের চাল। জঙ্গলের কোর এরিয়া না হলেও গাছপালায় ঘেরা বুনো ভাবটা রয়েছে এখানেও। তার মাঝখানে রোদে ধোওয়া বাংলোটি যেন উজ্জ্বল একটুকরো ফুলবাগান। বাংলোর নিজস্ব ফুলবাগানও রয়েছে।সিদ্ধার্থ যতদূর শুনেছে, এটা শাক্য গোস্বামীর পৈত্রিক বাড়ি। রেঞ্জারের বাংলোয় ও থাকে না এখানে বাড়ি আছে বলে। শুধু অফিসটা ব্যবহার করে। আগেরবার সেখানেই দেখা হয়েছিল।বাংলোর বারান্দায় একটি মেয়ে গার্ডেন চেয়ারে বসে বই পড়ছিল। সিদ্ধার্থ সামনে যেতে মুখ তুলে তাকায়।সিদ্ধার্থ কার্ড বের করে, আমি....... - দাদা বলেছে, আপনি আসবেন। আপনিই নিশ্চয়ই সিদ্ধার্থ...... মনে করতে চেষ্টা করে ...Read More

4

জঙ্গলের প্রহরী - 4

জঙ্গলের প্রহরীপর্ব - ৪অস্বস্তিকর পরিস্থিতি কাটাতে ঋষি তাড়াতাড়ি বলে, ম্যাডাম চা খুব ভাল হয়েছে, নিমকিও। - থ্যাঙ্ক মিষ্টি হাসে শুক্লা, খাবার দাবার সব মা বানিয়েছেন। আমি শুধু চা করেছি। ঋষি এখনও চা খায়নি, থতমত হয়ে বলে, ও আচ্ছা, খাচ্ছি এক্ষুণি। গরম চায়েই চুমুক দেয়। সিদ্ধার্থও চায়ে চুমুক দিয়ে বলে, খুব ভালো চা। থ্যাংকস ম্যাডাম। - শুক্লা হল আমার ছোটবোন। ও কলকাতায় থেকে এম এস সি পড়ছে। ছুটিতে এখানে। আর শুক্লা ইনি সিদ্ধার্থ রায়, স্পেশাল ব্রাঞ্চ, ইনি ঋষি বসু। শাক্যর মনে পড়ে ফর্মালি আলাপ করানো উচিত। উভয়পক্ষই নিয়ম রক্ষার্থে হাতজোড় করে।সমস্যা হয় এরপরই, কারণ শুক্লা একটা মোড়া নিয়ে এসে বসে পড়ে একধারে। আর ...Read More

5

জঙ্গলের প্রহরী - 5

জঙ্গলের প্রহরীপর্ব - ৫- এটা একটা গল্প মিঃ রায়। মিথ বলতে পারেন। এই অঞ্চলে প্রচলিত জনশ্রুতি, লোককথা। জঙ্গলের একটা ঢিপি আছে, আদিবাসীদের দেবী। স্থানীয় বাঙালিরাও মানে এই দেবীকে। তাঁকে সবাই বলে ঠাকুরাণী। জনশ্রুতি হল, অনেকটা বনবিবির মতো সেই ঠাকুরাণীর পোষা চিতাবাঘ ছিল। - এই চিতাই রায়চৌধুরীদের ছেলেকে বাঁচিয়েছিল? ঋষি তড়বড় করে ওঠে।- সেটাই তো লোককথা। - লোকে কি বলে তো বুঝলাম। আমি আপনার মত জানতে চাইছি মিঃ গোস্বামী। আপনি কি জানেন সেটা বলুন, প্লিজ। উই নিড ইওর ওপিনিয়ন। - দেখুন আমার মত হল, চিতার আক্রমণ সে সময় খুব স্বাভাবিক ঘটনা ছিল। তখনও আমাদের এখানকার জঙ্গলে চিতা ছিল। এবার সেই ঘটনা নিয়ে একটা ...Read More