#কৃষ্ণচূড়ার আড়ালে..!
ওইযে দেখছ, দূরে দাঁড়িয়ে আছে..
গহীন মুখে, মায়াবী চাহনি..!
কৃষ্ণচূড়ার আড়ালে লুকিয়ে আছে..!
ওইটা এক প্রতিচ্ছবি..!
আমি দেখেছি, শুনেছি
বোঝতে পারিনি কবু.!
আবার যেদিন আসব
মন ভরে দেখব..!
সেদিন একটু কথা বলিও.!
আমি হয়তো বেশি আসতে পারবো না,
তোমার প্রতি ভালো ভাষা থাকবে অটোট..
তুমি দেখে নিও তোমার আমার ভালোবাসা
একদিন ওই প্রতিচ্ছবির মতো, নির্বাক হয়ে দাঁড়াবে,
বিশ্ব দেখবে, আবার ঘুড়ে ঘুড়ে চাইবে..!
সেদিন তুমিও বলবে, আমি ভুল ছিলাম না.!
তোমার অবহেলা আমার আকাশ সমান আশা,
একদিন তুমিও ফিরবে, যেথায় আমাদের ঘর,
সেদিন তো বিধাতাকে বলব,
পাইনি যাকে ধরণী বুকে, এখন তাকে ফিরিয়ে দাও,
হয়ত সে লুকিয়ে আছে, কৃষ্ণচূড়ার আড়ালে..!