সোনামণি



আমার ছোট্ট সোনা,

আছে তার অজস্র ব্যস্ততা।

লম্বায় দু’ফুট কিংবা তিন।

ছোট্ট দুটি পায়ে এগিয়ে যায়,

নাহ সে যেন ছুটে বেড়ায়।

কখনও এদিক কিংবা সেদিক,

যেন মুহূর্তেই সারা ঘরময়।

কে আছে কোথায়, যে তাকে থামায়?

এই মায়াবী চোখের স্বপ্নীল ঝর্নাধারায়,

হবে নিশ্চয় সকলের পরাজয়।

Bengali Poem by Khandaker Sakib Farhad : 111492198

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now