সময়
সময় যখন ছিল কাছে,
করেছি অনেক নষ্ট।
এখন দেখো সময় কেমন,
দিচ্ছে আমায় কষ্ট।
জানি না তো কতো সময়,
করেছি আমি নষ্ট?
নষ্ট সময়ের জন্য আর কত,
পেতে হবে কষ্ট?
সময় বলে দেখ বেটা করবি ,
কি আর কখনো সময় নষ্ট?
আমি বলি আর না,
অনেক করেছি আমি সময় নষ্ট।
এবার থেকে দেব আমি,
সময়ের যথার্থ মুল্য।
সময় একবার গেলে চলে,
ফিরে না সে কভু ভুল করে।